ক্যাচ ধরতে গিয়ে আহত হলেন রাচিন রবীন্দ্র

0

নিউজিল্যান্ডের দেওয়া ৩৩১ রানের টার্গেট টপকাতে নেমে পাকিস্তানের ইনিংসে তখন ৩৭.৩ ওভার; খুশদিল শাহর উড়িয়ে দেওয়া বল ক্যাচ নিতে পারেননি ডিপ স্কোয়ার লেগের ফিল্ডার রাচিন রবীন্দ্র। বল সরাসরি আছড়ে পড়ে তার কপালে, মুহূর্তেই রক্তক্ষরণ। পরে টাওয়েলে মুখ ঢেকে মাঠ ছাড়েন তিনি।

লাহোরের সদ্য উদ্বোধন করা গাদ্দাফি স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের পাকিস্তান-নিউজিল্যান্ডের প্রথম ম্যাচে নেমেই ইনজুরড কিউই ব্যাটার রাচিন রবীন্দ্র। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন এই কিউই তারকা। সেই রাচিন রবীন্দ্রই পাকিস্তানের মাঠে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হলেন। 

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে এমনই ঘটনা ঘটল। রাচিন রবীন্দ্রর কপালে বল আছড়ে পড়ার পরে চিকিৎসকরা মাঠে শুশ্রুষা শুরু করেন। কপালে ব্যান্ডেজ বেঁধে রক্ত থামানোর চেষ্টা করা হয়। তার পরে টাওয়েল মুখ চেপে মাঠ ছাড়তে দেখা যায় নিউজিল্যান্ডের তারকাকে।

দুর্ভাগ্যজনক এই ঘটনার আগে রবীন্দ্র ১৯ বলে ২৫ রান করেন। নিউজিল্যান্ড ৩৩০ রান তোলে। ম্যাচটা কিউয়িরা জেতে ৭৮ রানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here