হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী অ্যান্ড্রু গুয়েনকে (৫০) বরখাস্ত করা হয়েছে।
শনিবার দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ঘোষণা দেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার যুক্তরাজ্যের দ্য মেইল পত্রিকা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যান্ড্রু গুয়েনের দেওয়া বার্তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এরপরই শনিবার তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেন স্টারমার।
দেশটির সরকারের একজন মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘সরকারি পদে যারা আছেন তাদের উচ্চ মান নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ’ এবং এই মান পূরণে ব্যর্থ যেকোনও মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না তিনি।
এদিকে হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা দেওয়ার অপরাধে ক্ষমা চেয়েছেন অ্যান্ড্রু গুয়েন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, “আমি আমার মন্তব্যের জন্য গভীরভাবে অনুতপ্ত।”
তিনি আরও বলেন, “আমি প্রধানমন্ত্রী ও লেবার পার্টির এমন সিদ্ধান্তের কারণ বুঝতে পারছি। পদচ্যুত করা যদিও খুব দুঃখজনক, কিন্তু আমি যেকোনও উপায়ে তাদের সমর্থনে থাকব।”
খবরে বলা হয়েছে, অ্যান্ড্রু গুয়েনের বিরুদ্ধে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বর্ণবাদী ও যৌন উত্তেজক বার্তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তায় লিখেছেন, তিনি আশা করেছিলেন তাকে ভোট না দেওয়া একজন পেনশনভোগী নারী আগামী নির্বাচনের আগেই মারা যাবেন। এছাড়া তার বিরুদ্ধে ইহুদিবিদ্বেষ ও উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলিনা রায়নারকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ পাওয়া গেছে। সূত্র: বিবিসি