বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘দেশ জঙ্গীবাদ দমনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। আমরা দেশে জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে উঠার আগেই পদক্ষেপ গ্রহণ করেছি। তাই দেশে জঙ্গীবাদ নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গীবাদের সাথে অন্য কোন দূরভিসন্ধিমূলক কার্যক্রমে কারো চক্রান্ত রয়েছে কি না তা তদন্ত করা হচ্ছে।’ সেই সাথে মাদক নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে রংপুর পুলিশ লাইন্স মাঠে মাল্টিপারপাস শেডের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।