ফিলিপসের ঝড়ো সেঞ্চুরিতে পাকিস্তানকে হারাল নিউজিল‍্যান্ড

0

পাকিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের ফলে সিরিজে শুভসূচনা করলো কিউইরা।

শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি কিউইদের। দলীয় ৪ রানে সাজঘরে ফেরেন ওপেনার উইল ইয়ং। আরেক ওপেনার রাচিন রবীন্দ্র ভালো শুরু পেয়েছিলেন। তবে ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। ১৯ বলে ২৫ রান করে আউট হয়েছেন রাচিন। দলের ৩৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়েছে কিউইরা।

এরপর ইনিংসে মেরামতের কাজে নামেন কেইন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। ফিফটি ছুঁয়েছেন দুজনই।উইলিয়ামসন ফিফটির পর আর বেশি দূর আগাতে পারেননি। ৮৯ বলে ৫৮ রানের ইনিংস খেলে দলের ১৩৪ রানের মাথাতে বিদায় নিয়েছেন উইলিয়ামসন।

অপরদিকে মিচেল ফিফটি ছুঁয়ে আগাতে থাকেন সেঞ্চুরির দিকে। টম ল্যাথাম অবশ্য সুবিধা করতে পারেননি। ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন ল্যাথাম। এরপর মিচেলের সাথে যোগ দেন গ্লেন ফিলিপস। দলীয় ২০০ রানের মাথায় ৮৪ বলে ৮১ রানের ইনিংস খেলে আউট হন মিচেল।

এরপরের গল্পটা শুধুই ফিলিপসময়। ৭৪ বলে সাত ছক্কা ও ছয় চারে তিনি খেলেন অপরাজিত ১০৬ রানের দারুণ ইনিংস। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানের পুঁজি দাঁড় করায় নিউজিল্যান্ড।

পাকিস্তানের হয়ে ৮৮ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন শাহীন শাহ আফ্রিদি। এছাড়া ২ উইকেট নেন আবরার আহমেদ। ১ উইকেট তুলেছেন হারিস রউফ।

জবাব দিতে নেমে ফখর জামানের ব্যাটে চড়ে ভালো সূচনা পায় পাকিস্তান। তবে আরেক প্রান্তে বাবর আজম এগোচ্ছিলেন ধীরেসুস্থে। উদ্বোধনী জুটি থেকে এসেছে ৫২ রান। ২৩ বলে ১০ রান করে বিদায় নিয়েছেন বাবর।

তিনে নেমে ফখরের সঙ্গে যোগ দেন কামরান গুলাম। ৩২ বলে ১৮ রান করে বিদায় নেন তিনি। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান হতাশ করেছেন। ১১ বলে ৩ রান করে বিদায় নিয়েছেন রিজওয়ান। সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে থেমেছেন ফখর। ৬৯ বলে ৮৪ রানের চোখধাঁধানো এক ইনিংস খেলে দলের ১১৯ রানের মাথাতে আউট হয়েছেন পাকিস্তানি ওপেনার।

ফখরের আউটের পর কিছুটা ঝিমিয়ে পড়ে পাকিস্তানের ইনিংস। শুরুতে প্রতিরোধ গড়েছেন তৈয়ব তাহির ও সালমান আঘা। তবে ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি দুজনের কেউই। তাহির আউট হয়েছেন ২৯ বলে ৩০ রান করে। বিপিএল মাতানো খুশদিল  ১৮ বলে ১৫ রান করে বিদায় নেন। সালমান ৫১ বলে করেছেন ৪০ রান।

২৫২ রানের মাথায় অলআউট হয়েছে পাকিস্তান। ৭৮ রানের সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

কিউইদের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন ম্যাট হেনরি এবং মিচেল স্যান্টনার। ২ উইকেট তোলেন মাইকেল ব্রেসওয়েল। ১ উইকেট নিয়েছেন গ্লেন ফিলিপস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here