নির্বাচন ব্যবস্থার সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ। সেইসঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে জোরালো ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি।
শনিবার সকাল ১১টায় পেকুয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করার সময় তিনি এ মন্তব্য করেন। নয় বছর পর জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) নিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিমসহ উপজেলার প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই দিনের সফরে কক্সবাজার গিয়ে সালাহউদ্দিন আহমেদ অংশ নেন বেশ কয়েকটি অনুষ্ঠানে। দুপুরে পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। এরপর তিনি আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন। শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে এ খেলা শুরু হয়। বিকালে তিনি পেকুয়ার মগনামায় আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনা করেন এবং সুধী সমাবেশে যোগ দেন।