বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নার মালয়েশিয়া আগমনে মালয়েশিয়া শাখা যুবদল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। রবিবার মালয়েশিয়া শাখা যুবদল নেতৃবৃন্দের সঙ্গে কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেটালে এক সাংগঠনিক মতবিনিময় সভায় মিলিত হওয়ার লক্ষ্যে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন মোনায়েম মুন্না ।
সাংগঠনিক মতবিনিময় সভাকে সফল করার লক্ষ্যে মালয়েশিয়া যুবদল নেতা-কর্মীদের ব্যাপক প্রস্তুতি ও ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে। মতবিনিময় সভা প্রসঙ্গে এ প্রতিনিধিকে জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার অন্যতম নেতা ও আগামীতে সম্ভাব্য সভাপতি প্রার্থী মো. জসিম উদ্দিন জানান, আমাদের যুবদল কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না ভাই বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। আগামীকাল তিনি মালয়েশিয়া শাখা যুবদলের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। তবে সাংগঠনিক মতবিনিময় সভা বলা হলেও এ সভা মহাসমাবেশে পরিণত হবে ইনশাআল্লাহ। এ লক্ষ্যেই আমরা মালয়েশিয়া যুবদল কাজ করে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার সকল নেতা- কর্মীদের এ সভায় উপস্থিত থাকার আহবান জানান এ যুবদল নেতা।
সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ বছর পর যুবদলের কোন কেন্দ্রীয় নেতা স্বশরীরে মালয়েশিয়া যুবদলের কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে ।
মতবিনিময় সভা প্রসঙ্গে মালয়েশিয়া যুবদলের নূরে সিদ্দীকী সুমন জানান, মোনায়েম মুন্না ভাইয়ের মালয়েশিয়া আগমনে মালয়েশিয়া যুবদল উজ্জীবিত হয়েছে। আগামীকালকের মতবিনিময় সভা নেতাকর্মীদের আগমনে কানায় কানায় পূর্ণ থাকবে ইনশাআল্লাহ ।
যুবদল আয়োজিত এ মতবিনিময় সভায় মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান ও মালয়েশিয়া বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেনসহ মালয়েশিয়া বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মালয়েশিয়া শাখা যুবদল সহ- সভাপতি নাজমুল হাসান।