কেমন অনুশীলন হচ্ছে লিটনের?

0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গেল বর্তমানে কলকাতার ইডেন গার্ডেনসে অবস্থান করছেন টাইগার ওপেনার লিটন দাস। সেখানে পৌঁছানোর পর অবশ্য বেশ সাড়া জাগিয়েই লিটনকে বরণ করতে দেখা যায় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে। এরপর বুধবার সন্ধ্যায় দ্বিতীয় দিনের মতো ব্যাটিং অনুশীলন করেছেন লিটন।

নেটে এদিন উমেশ যাদব, লকি ফার্গুসন, টিম সাউদিদের বল মোকাবিলা করেছেন লিটন। এ সময় অবশ্য জেসন রয়ও ছিলেন তার সাথে। 

এর আগে বুধবার দিনের শুরুতে কেকেআর ক্যাম্পে ‌‘বাংলাদেশের বাঘ’ শিরোনামের ভিডিওতে লিটন বলেছেন, ‘অনেক ভালো লাগছে, এটির জন্য অপেক্ষা করছিলাম। কখন কেকেআরে আসব।’ 

লিটন যেদিন ভারতে যান, সেদিনই গুজরাট টাইটানসের বিপক্ষে সেই অবিশ্বাস্য জয় পায় নাইট রাইডার্স। সেই ম্যাচ নিয়ে লিটন বলেন, ‘যখন ল্যান্ড করেছি, তখন জানতে পারি যে কেকেআর কঠিন ম্যাচটা জিতে গেছে। খুবই ভালো অনুভূতি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here