চীনে নবম এশিয়ান শীতকালীন গেমস উদ্বোধন

0

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংচিয়াং প্রদেশের হারবিন শহরে নবম এশিয়ান শীতকালীন গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হারবিন ইন্টারন্যাশনাল কনফারেন্স, এক্সিবিশন অ্যান্ড স্পোর্টস সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বোলকিয়াহ, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রা, দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদের স্পিকার উ উন-শিক, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ এবং এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সহ-সভাপতি টিমোথি ফক সান-তিং।

‘শীতের স্বপ্ন : এশিয়ার মধ্যে ভালোবাসা’ প্রতিপাদ্যে আয়োজিত এই গেমস ৭-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এটি ১৯৯৬ সালের পর হারবিনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এবং ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিকের পর চীনে আয়োজিত প্রথম বড় আন্তর্জাতিক শীতকালীন ক্রীড়া ইভেন্ট।

এবারের আসরে ৩৪টি দেশ ও অঞ্চলের ১,২৭৫ প্রতিযোগী অংশ নিচ্ছেন। তারা ১১টি শীতকালীন ক্রীড়া বিভাগের অধীনে ৬৪টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যা এশিয়ান শীতকালীন গেমসের ইতিহাসে সবচেয়ে বড় আসর হিসেবে রেকর্ড গড়তে চলেছে। সূত্র : সিসিটিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here