জুলাই বিপ্লবে আহত পলাশকে পাঠানো হলো থাইল্যান্ড

0

জুলাই বিপ্লবে আহত রবিউল হোসেন পলাশকে (৪৮) উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে থাইল্যান্ড পাঠানো হয়। 

এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান সিএমএইচে আহতদের চিকিৎসা নিয়ে কাজ করা ছাত্র প্রতিনিধি নুসরাত জাহান ও মো. ইমরান খান।

জানা গেছে, গত ৪ আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে মারাত্মক আহত হন রবিউল হোসেন পলাশ। ঘাতকের বুলেট তার পেটকে ছিদ্র করে লিভারে আঘাত করে। আর একটা বুলেট তার স্পাইনাল কর্ডকে ছিন্নভিন্ন করে দেয়। পরে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তার পেটে অপারেশন করা হয়। আঘাত পাওয়া লিভারে ক্ষত সারানোর চেষ্টা করা হয়। কিন্তু বুলেটের আঘাতে ছিন্নভিন্ন হওয়া স্পাইনাল কর্ড ঠিক হওয়া সম্ভব না। এ জন্য চিরতরে হাঁটাচলার ক্ষমতা হারান তিনি। 

পরে সিএমএইচে তাকে নিয়ে মেডিকেল বোর্ড করা হয়। বোর্ডে সিদ্ধান্ত নেয়া হয় রোবটিক ফিজিওথেরাপির থেরাপির জন্য তাকে থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানোর। পরে মন্ত্রণালয় দ্রুত তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here