নয়াদিল্লি বিধানসভা নির্বাচনে নিজ আসনে হেরে গেলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। রিপোর্ট লেখা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, বিজেপি প্রার্থী পরবেশ বর্মার কাছে ৩,১৮২ ভোটের ব্যবধানে হেরে গেছেন তিনি।
শুধু কেজরিই নন, জংপুরা থেকে পরাজিত হয়েছেন মণীশ সিসোদিয়াও। প্রায় ৬০০ ভোটে বিজেপি প্রার্থী তরবিন্দর সিংয়ের কাছে হেরেছেন তিনি।
তবে আপ-এর ইন্দপতনের মাঝে মুখরক্ষা করেছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা। কালকাজিতে প্রায় ৪ হাজার ভোটে জিতেছেন আতিশি।
২০১৩ সাল থেকে নয়াদিল্লি আসনের মুখ হয়ে ছিলেন আম-আদমি সুপ্রিমো কেজরিওয়াল। কংগ্রেসের স্টলওয়ার্ট ও প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়ে এই আসন দখলে পেয়েছিলেন এক সময়ের দুর্নীতিবিরোধী আন্দোলনের পোস্টার বয় কেজরি। সেই আসনেই ১২ বছর পর পর্যুদস্ত তিনি, জনতা জনার্দন ফেরাল তাকে।
নয়াদিল্লি আসনে জিতে পরবেশ বলেন, “এই জয় আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়।”
সূত্রের খবর, ফল প্রকাশের পরই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন পরবেশ। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা সাহিব সিং বর্মার ছেলে পরবেশ। তার জন্ম ১৯৭৭ সালে। দিল্লি পাবলিক স্কুলের ছাত্র পরবেশ ছোট থেকেই রাজনীতির পরিসরে বড় হয়েছেন। ২০১৩ সালে পাকাপাকিভাবে ভোটের রাজনীতিতে পা দেন তিনি। মেহরউলি কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন পরবেশ।
পরের বছর অর্থাৎ ২০১৪ সালে লোকসভা নির্বাচনে পশ্চিম দিল্লি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পরবেশ। উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভও করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও একই আসন থেকে জয়ী হয়ে দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হন। এবার পরবেশের হাত ধরে দিল্লির মসনদে বিজেপি নতুন কোনও অধ্যায় লেখে কি না, নজর সে দিকেই। সূত্র: এনডিটিভি