বিপিএল ফাইনাল: কেন মাঠে নামলেন না নিশাম?

0

বিপিএলের একাদশ আসরের অন্যতম ফেবারিট দলের নাম ফরচুন বরিশাল। এমনিতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তার ওপর শক্তিশালী স্কোয়াড দেখে যেকোনো দলই সমীহ করার কথা। স্কোয়াডে যথেষ্ট অপশন থাকলেও দলটি ফাইনালের জন্য ১০ হাজার কিলোমিটারের বেশি দূর থেকে উড়িয়ে আনে জিমি নিশামকে। অথচ একাদশেই জায়গা মেলেনি তার।

এর আগেও বিপিএলে খেললেও, এবার শুরু থেকে দেখা যায়নি নিউজিল্যান্ডের এই তারকা অলরাউন্ডারকে। কারণ তিনি দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০-তে খেলা নিয়ে ব্যস্ত ছিলেন। সেখানে তার দল বিদায় নেওয়ার পরই বরিশালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ফাইনালের তিনদিন আগে ৪ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখেন নিশাম। আর মাত্র একটি ম্যাচ বাকি, সেই সময়ে তাকে উড়িয়ে আনা মানে তিনি নিশ্চিতভাবেই একাদশে থাকছেন। কিন্তু গতকাল বরিশাল তাকে ফাইনালের একাদশে না রেখেই চমকে দিলো। পরে অবশ্য ফ্র্যাঞ্চাইজি মালিক এর ব্যাখ্যাও দিয়েছেন।

টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর বরিশালের কর্ণধার মিজানুর রহমান বলেন, ‘আজকের কথা চিন্তা করুন। আমরা জিমি নিশামকে নিয়ে এসেছি। কিন্তু তাকে আমরা খেলাতে পারিনি। কারণ আপনি দেখুন তাদের বাঁ-হাতি কতজন। চিন্তা করতে হবে চিটাগাং দলে কতজন বাঁহাতি ব্যাটার আছে। আপনি যদি (মোহাম্মদ) নবিকে তুলে নেন তাহলে বল কে করবে? সব সময় চিন্তা করতে হবে প্রতিপক্ষ কে। খুলনা প্রতিপক্ষ হলে অবশ্যই জিমি নিশাম খেলত। প্রতিপক্ষ অনুযায়ী আমরা দল সাজিয়েছি।’

বোঝাই যাচ্ছে প্রতিপক্ষের বাঁ-হাতি ব্যাটারদের কথা চিন্তা করে আফগান তারকা নবিকে বসাতে চায়নি বরিশাল। একইসঙ্গে দলের উইনিং কম্বিনেশন বলেও একটা কথা আছে। প্রথম কোয়ালিফায়ারে খেলা একাদশ নিয়েই ফাইনালেও নামে বরিশাল। শিরোপা জিতে অধিনায়ক তামিম ইকবালকে প্রশংসায় ভাসিয়ে মিজান বলেন, ‘তামিম খুবই ভালো অধিনায়ক। আপনি কল্পনা করতে পারবেন না সে দলকে কতটা অনুপ্রাণিত করছে। এ কারণেই আমরা জিতে যাচ্ছি। নইলে আমরা জিততে পারতাম না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here