পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি এবং অনিয়মিত হৃদস্পন্দনের খবরে ইমরানকে জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা দেওয়া এবং তার পছন্দের চিকিৎককে শারীরিক পরীক্ষা–নিরীক্ষা করার অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তানের বিরোধী দল পিটিআই।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, বৃহস্পতিবার এক বিবৃতিতে পিটিআইয়ের তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম বলেন, ‘ইমরান খানকে শারীরিক ও মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য তাঁকে সব ধরনের সুযোগ–সুবিধা দেওয়া বন্ধ করা হয়েছে। ইমরানের স্বাস্থ্য ও ভালো থাকাটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বের। তাঁকে চিকিৎসাসেবা দেওয়ায় গাফিলতির পরিণতি মারাত্মক হতে পারে।’
বিবৃতিতে ইমরান খান, তাঁর স্ত্রী বুশরা বিবি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এবং পিটিআইয়ের অন্য নেতাদের মুক্তির দাবি জানানো হয়। একই সঙ্গে বলা হয়, ইমরানকে তাঁর ছেলেদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া উচিত। এটা তার ‘মৌলিক, আইনগত ও সাংবিধানিক অধিকার।’ সূত্র: ডন