সাইফের সুরক্ষায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা বোন সাবার

0

সাইফ আলি খানের ওপর হামলার পর থেকেই দুশ্চিন্তায় তার পরিবার। অভিনেতা যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তখন তার স্ত্রী অর্থাৎ কারিনা কাপুর খান একটি পোস্টে অভিনেতার ভক্ত এবং মিডিয়ার কাছে একটি বিশেষ অনুরোধ করেছিলেন। করিনা চেয়েছিলেন তাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখা হোক। পরিবারের বাকি সদস্যদেরও ছিল একই বক্তব্য। এখন সাইফের সুস্থ হওয়ার পর, তার বোন একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন।

সাইফের সুরক্ষার জন্য বিশেষ প্রার্থনা বোন সাবার। সইফ আলি খানের বোন সাবা নিজেই একটি পোস্ট শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তার ভাই, ভাবি এবং তাদের সন্তানদের সুরক্ষার জন্য কী কী পদক্ষেপ নিয়েছেন, জানিয়েছেন সাবা। পরিবারের এই কঠিন সময়ের জন্য প্রার্থনা করতেও দেখা গেল তাকে।

সাবা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে কিছু মানুষ বসে কোরআন পড়ছেন। ছবিটি শেয়ার করে সাবা লিখেছেন, ‘বিশ্বাস আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভাই এবং পরিবারের জন্য। 

সাইফের আরোগ্য কামনা করে পরিবারের সুরক্ষার জন্য এই বিশেষ আয়োজন সাবার।

প্রসঙ্গত, সাইফের ওপর হামলার পর ইতোমধ্যে পুলিশের জালে অভিযুক্ত। সাইফের ওপর হামলার ঘটনার পর থেকেই উঠে এসেছে একাধিক তথ্য। সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তির সঙ্গে অভিযুক্তের ‘ফেশিয়াল রিকগনিশন টেস্ট’-এ মিল পাওয়া গেছে বলে আগেই জানিয়েছিলেন তদন্তকারী পুলিশ কর্মকর্তারা। এরপর আদালতের নির্দেশে আর্থার রোড সংশোধনাগারে অভিযুক্তকে চিহ্নিত করেছে অভিনেতার বাড়িতে থাকা ন্যানি জুনু এবং বাড়ির সহায়িকা আরিয়ামা ফিলিপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here