কিরগিজস্তানে কূটনীতিকদের ভিসা ছাড়াই ভ্রমণ সুবিধা চায় বাংলাদেশ

0

কিরগিজস্তানে বাংলাদেশি কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের জন্য ভিসা ফ্রি ভ্রমণের প্রস্তাবিত চুক্তিটি সম্পাদনে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী তেমিরবেক এরকিনভের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সমদূরবর্তী রাষ্ট্রদূত (তাসখন্দ, উজবেকিস্তানে আবাসিক) ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।

শুক্রবার কিরগিজ উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ভিসা ফ্রি ভ্রমণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কেও আলোচনা হয়। বাংলাদেশ এবং কিরগিজস্তানের মধ্যকার সাংস্কৃতিক ও ধর্মীয় যোগসূত্রের কথা উল্লেখ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে বেগবান করতে দু’দেশের মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিনিধি পর্যায়ে সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশি দূত।

অর্থনৈতিক সহযোগিতাকে বাংলাদেশ-কিরগিজস্তান সম্পর্কের অন্যতম মূলভিত্তি হিসেবে আখ্যায়িত করে এটিকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ের যৌথ অর্থনৈতিক ও বাণিজ্যিক কমিশন গঠনের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন রাষ্ট্রদূত ড. মনিরুল।

ব্যবসায়িক সহযোগিতা ও আদান-প্রদানকে আরও সহজ ও সাবলীল করার উদ্দেশ্যে দু’দেশের চেম্বার অ্যান্ড কমার্সের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে রাষ্ট্রদূত ইতিবাচক মতামত ব্যক্ত করেন। বাংলাদেশ ও কিরগিজস্তানের মধ্যকার বিদ্যমান শিক্ষা সহযোগিতাকে সম্প্রসারণের লক্ষ্যে তিনি কিরগিজস্তানে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তা বিধানের পাশাপাশি তাদের ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবাকে ত্বরান্বিত করতে উপ-পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

উপ-পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এ বছরে উভয় পক্ষের সুবিধাজনক সময়ে কিরগিজস্তানের রাজধানী বিসকেকে ফরেন অফিস কনসাল্টেশন আয়োজনের ব্যাপারে তার অভিপ্রায় ব্যক্ত করেন।

অর্থনৈতিক সহযোগিতাকে আরও গতিশীল করার প্রয়াসে রাষ্ট্রদূতের প্রস্তাবনাগুলোকে স্বাগত জানিয়ে ট্যাক্সেশন, বিনিয়োগ ও পর্যটন খাতে প্রস্তাবিত চুক্তি/সমঝোতা স্মারকগুলো দ্রুততার সঙ্গে সম্পাদনের ওপর জোর তাগিদ দেন। কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী এবং বিভিন্ন প্রজেক্টে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণে তিনি তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here