উৎসবের নগরী বরিশাল

0

ফরচুন বরিশাল বিপিএলে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ায় উৎসবের নগরীতে পরিণত হয়েছে বরিশাল। শুক্রবার বিপিএলের ফাইনালে জয়ের পর নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে কিশোর-যুবকসহ বিভিন্ন বয়সী আনন্দ মিছিল করে। নগরীর প্রায় সব এলাকায় বড় পর্দায় খেলা দেখা হয়েছে। সবচেয়ে বড় আয়োজন ছিল নগরীর বেলস পার্কে। সেখানে বড় পর্দায় খেলা দেখতে হাজির হয় কয়েক হাজার দর্শক। খেলায় জয়লাভের পর সেখানে সবাই নেচে গেয়ে আনন্দ উল্লাস করে। 

নগরীর বিভিন্ন এলাকা থেকে লোকজন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে আনন্দ মিছিল নিয়ে সদর রোডে আসে। এ সময় বিভিন্ন বাদ্য-বাজনা বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। পিছিয়ে ছিল না নারীরাও। তারাও সবার সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে অংশ নিয়েছে। 

ফাইনাল খেলা উপলক্ষ্যে নগরীর প্রায় সিংহভাগ পাড়া-মহল্লায় ভূরিভোজেরও আয়োজন ছিল। আনন্দ মিছিল করে ভূরিভোজ করেছে অনেকেজ। এছাড়া, নগরীর বিভিন্ন এলাকায় বাজি ফুটিয়ে আনন্দ প্রকাশ করেছে ক্রীড়াপ্রেমীরা। 

নগরীর বগুড়া রোড বাংলাদেশ ব্যাংকের সামনে বড় পর্দায় খেলা দেখা ও খিচুড়ির আয়োজন করা সাইফুল ইসলাম সুজন বলেন, বড় পর্দায় খেলা দেখা ও খিচুড়ির আয়োজন করা হয়েছে। বরিশাল জেতায় আয়োজন সার্থক হয়েছে।

মাহমুদ রাব্বি নামে এক দর্শক বলেন, বিপিএলে বরিশাল সব সময়ই ভালো দল গড়ে। 

গোলাম মোর্শেদ নামে এক দর্শক বলেন, সবারই অবদান ছিল। এর মধ্যে তামিম অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাই আমরা আশাবাদী আগামী মৌসুমে বরিশালের নেতৃত্ব তার কাঁধে থাকবে। শেষ ওভারে রিশাদ হোসেনর ছয় বড় ভূমিকা রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here