এক প্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার ব্যাটে ভর করেই লড়াকু পুঁজির দিকে এগিয়ে চলেছে টাইগাররা।
জফরা আর্চারের বল ফ্লিক করে এক রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিলেন নাজমুল শান্ত।
সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তামিম ইকবালের দল। দলের দুই ওপেনার তামিম ও লিটন কুমার দাস সুবিধা করতে পারেননি। তিনে নেমে হাল ধরেন শান্ত। এরপর একে একে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ফিরলেও লড়াই বহাল রাখেন এই ব্যাটার।