সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ার (আইপি) বিভাগের তিন দশক পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এসময় আইপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মাহামুদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম ও অ্যাপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. রেজা সেলিম।
অনুষ্ঠানে ইন্ডাস্ট্রি এক্সপার্টরা স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করতে অডিটোরিয়াম এর সামনে জব ফেয়ারের আয়োজন করা হয়। জব ফেয়ারে লাফার্জ হোলসিম, এস এম এল, এভেরী ডেনিসন, প্রাণ-আরএফএল লিমিটেড টেন্ট এর মাধ্যমে নতুন আগ্রহীদের থেকে সিভি জমা নিবেন।
একইদিন দুপুরে আইপিইস্ফেয়ার কনটেক্সটে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। আইপিইস্ফেয়ার কনটেক্সটের তিনটি প্রতিযোগিতায় কেইস কম্পিটিশন, কম্পিউটার এইডেড ড্রয়িং (ক্যাড), প্রজেক্ট ফেয়ার এ বিজয়ীদের মাঝে প্রায় আড়াই লক্ষ টাকার পুরস্কার বিতরণ করা হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের প্রোগামের সমাপ্তি হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে যে কয়টি ডিপার্টমেন্ট রয়েছে তার মধ্যে অন্যতম আইপিই বিভাগ। এই বিভাগের গ্রেজুয়েটরা শুধু দেশেই না আন্তর্জাতিক ইন্ডাস্ট্রিতেও সফলতা অর্জন করছে।
সংক্ষিপ্ত বক্তব্য আইপিই বিভাগের বিভাগীয় প্রধান বলেন, শাবিপ্রবির আইপিই বিভাগ বাংলাদেশে প্রথম গ্র্যাজুয়েট প্রোগ্রাম চালু করেছে। আমাদের শিক্ষার্থীদের দক্ষতা এবং নেতৃত্ব জব মার্কেটে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এ সময় দক্ষ গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।