বুমরাহকে নিয়ে বাড়তি পরিকল্পনা নেই পাকিস্তানের!

0

ভারতের বিপক্ষে খেলতে নামার আগে জাসপ্রিত বুমরাহকে নিয়ে বরাবরই বাড়তি পরিকল্পনা থাকে প্রতিপক্ষের। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হওয়ার আগে বুমরাহকে নিয়ে বাড়তি পরিকল্পনা নেই পাকিস্তানের, এমনটাই বলছেন দলটির অন্তবর্তীকালীন কোচ আকিব জাভেদ।

সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলার সময় চোটে পড়েন বুমরাহ। এরপর আর ক্রিকেটে ফেরেননি তিনি। বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে ভারত। এই সিরিজেও রাখা হয়নি বুমরাহকে। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই প্রস্তুত করা হচ্ছে তাকে।

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের। আর ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই ম্যাচের আগে বাড়তি চাপ নিতে নারাজ আকিব। বরং ভারতই চাপে থাকবে বলে ধারণা তার।

পাকিস্তান কোচ বলেন, ‘তাদের (ভারত) বুমরাহর ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় থাকা উচিত। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে, কোনো দলকেই হালকা করে দেখার সুযোগ নেই। শীর্ষ আট দল খেলবে। কোনো দলে বুমরাহর মতো বোলার থাকলে সেটা তাদের জন্য বাড়তি প্রাপ্তি। তার মুখোমুখি হওয়া নিয়েই আমরা সব পরিকল্পনা করব, ব্যাপারটা এমন নয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here