বাড়ির বাগানে মিলল ১০২ বিষধর সাপ!

0

অস্ট্রেলিয়ায় বাড়ির আশপাশে সাপ দেখা নতুন কিছু নয়, তবে ১০২টি বিষধর সাপ পাওয়ার ঘটনা বিরল! সিডনির হর্সলি পার্ক এলাকায় ডেভিড স্টেইনের বাড়িতে এমনই এক শিহরণ জাগানো ঘটনা ঘটেছে।

সিএনএন জানায়, স্টেইন প্রথমে বাগানের কাঠের গুঁড়োর স্তূপে কয়েকটি সাপ দেখতে পান। তিনি দ্রুত ‘র‍্যাপটাইল রিলোকেশন সিডনি’ নামের প্রাণী সংরক্ষণ সংস্থার সঙ্গে যোগাযোগ করেন।

সাপ উদ্ধারকারী ডিলান কুপার যখন স্তূপ করা কাঠের গুঁড়ো সরান, তখন একের পর এক সাপ বেরিয়ে আসতে থাকে! শেষ পর্যন্ত ৫টি পূর্ণবয়স্ক ও ৯৭টি নবজাতক সাপ উদ্ধার করা হয়।

সংস্থার মালিক কোরি কেরেওয়ারো বলেন, উদ্ধারকৃত সাপগুলো রেড-বেলিড ব্ল্যাক স্নেক প্রজাতির, যেগুলো অত্যন্ত বিষধর। স্ত্রী সাপরা একসঙ্গে সন্তান প্রসব করে, তবে একসঙ্গে এতগুলো সাপের জন্ম বিরল।

কেরেওয়ারো আরও জানান, উদ্ধারের সময় একটি গর্ভবতী সাপ ব্যাগের ভেতরেও নতুন সাপ জন্ম দেয়! পুরো উদ্ধার অভিযানে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।

বাড়ির মালিকের আতঙ্কের অভিজ্ঞতা
ডেভিড স্টেইন বলেন, “আমি প্রথমে মাত্র ছয়টি সাপ দেখেছিলাম। কিন্তু আমার স্ত্রী অনলাইনে সার্চ করে জানায়, এই প্রজাতির সাপরা একসঙ্গে জড়ো হয়। তখনই আমি আরও বড় কিছু ঘটতে পারে বলে সন্দেহ করি।”

তিনি আরও বলেন, “ক্যামেরা আনতে যেতেই দেখি সাপগুলো স্তূপের ভেতরে ঢুকে যাচ্ছে। পরে উদ্ধারকারী দল আসার পরই প্রকৃত ভয়ঙ্কর দৃশ্যটি সামনে আসে।”

সাপ উদ্ধারকারী সংস্থার প্রধান কোরি কেরেওয়ারো জানিয়েছেন, উদ্ধার হওয়া সব সাপকে একটি জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে, যেখানে তারা স্বাভাবিক পরিবেশে থাকতে পারবে।

সোর্স: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here