গোপালগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন

0

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে গোপালগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচি  উদযাপন করে।

“এক ভূবন এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা” এ প্রতিপাদ্যে আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসন মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবিরের সভাপতিত্বে জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার আল আমিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের সহকারী পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক হারুন-অর-রশীদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কনসালট্যান্ট ডা. মো. আনিসুজ্জামান,  ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার  মলয় সান্যাল, বর্ণ প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক পবিত্র কুমার বিশ্বাস, অভিভাবক রাবেয়া বেগম প্রমুখ।

এতে জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,  অভিভাবক ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, গণমাধ্যম কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here