রাজধানীর গুলশানে জামাল নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জাহাঙ্গীরকে (৫০) কেরানীগঞ্জের ওয়াশপুর থেকে গ্রেফতার করেছে র্যাব।
রাজধানীর গুলশানে জামাল নামে এক ব্যক্তিকে লাঠির আঘাতে হত্যার জাহাঙ্গীরের যাবজ্জীবন সাজা দেন আদালত।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) র্যাব-২ এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার খান আসিফ তপুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, জাহাঙ্গীর স্থানীয় বিবাদকে কেন্দ্র করে লাঠি দিয়ে জামালকে আঘাত করলে আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় গুলশান থানায় একটি হত্যা মামলা হয়। সেই মামলায় আদালত জাহাঙ্গীরের যাবজ্জীবন সাজা দেন। পরবর্তীতে আসামি আপিল করলে আপিল বিভাগ মামলার শুনানি শেষে যাবজ্জীবন সাজা বহাল রাখেন এবং আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এরপর জাহাঙ্গীর আত্মগোপনে চলে যান। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের ওয়াশপুর থেকে আসামিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।