পঞ্চগড়ে কমেছে শীতের তীব্রতা

0

পঞ্চগড়ে তাপমাত্রা বৃদ্ধিতে পেয়ে কমেছে শীতের তীব্রতা। প্রায় এক সপ্তাহ ধরে ১২ ডিগ্রি পর্যন্ত রেকর্ড হচ্ছে তাপমাত্রা। তবে এ সময়ের মধ্যে মেঘ-কুয়াশা ও হিমেল বাতাসের কারণে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অব্যাহত রয়েছে শীত। তবে কমেছে শীতের তীব্রতা। চলতি মৌসুমে জলবায়ুর পরিবর্তনে বদলেছে শীতের চরিত্র।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গত ৬ দিন ধরে ১০ ডিগ্রি থেকে ১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। শুক্রবার সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের বাতাসের আর্দ্রতা শতকরা ৮৮ ভাগ। ঘণ্টায় ১৩ থেকে ১৪ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় শীত অনুভূত হচ্ছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তার আগে ৫ ফেব্রুয়ারি ১১ দশমিক ২, ৪ ফেব্রুয়ারি ১০ দশমিক ৫, ৩ ফেব্রুয়ারি ১২ দশমিক ৪, ২ ফেব্রুয়ারি ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here