কুইবেকে অস্থায়ী নাগরিকদের স্থায়ীকরণের আবেদন প্রক্রিয়া ৪৭ মাস!

0

কানাডার কুইবেক প্রভিন্সে অস্থায়ী নাগরিকদের আশ্রয় প্রার্থনার আবেদন গৃহীত হওয়ার পর স্থায়ী নাগরিকত্বের (PR) জন্য আবেদন প্রসেসিং টাইম এখন ৪৭ মাস।
 
ইমিগ্রেশন রিফিউজি সিটিজেনশিপ অফ কানাডা (IRCC) এর সাপ্তাহিক সর্বশেষ আপডেটে (৫ ফেব্রুয়ারি) এ তথ্য উল্লেখ করা হয়েছে। ইতোপূর্বে এই প্রক্রিয়া সম্পন্ন হতে ৪২ মাস নির্ধারণ করা হয়েছিল। এক বছর আগেও এটি ছিল ২৪ মাস। অথচ কুইবেকের বাইরে অন্যান্য প্রভিন্সে এই প্রক্রিয়ার জন্য সর্বোচ্চ ২৪ মাস থেকে ২৬ মাস প্রয়োজন হচ্ছে।

আইআরসিসির ওয়েব সাইটে বলা হয়েছে, যাঁরা ইতিমধ্যেই কুইবেকে প্রদেশে থাকে, তাদের কুইবেক থেকেই আবেদন করতে হবে। কুইবেক প্রদেশের জন্য পৃথক প্রক্রিয়াকরণ সময় লাগবে যা অন্যান্য প্রদেশের চেয়ে আলাদা।

এখন থেকে কানাডায় সুরক্ষিত ব্যক্তি এবং কনভেনশন রিফিউজি বা উদ্বাস্তুদের জন্য কুইবেকে স্থায়ী নাগরিকত্বের আবেদন প্রক্রিয়াকরণের সময়সীমা ৪৭ মাস।

প্রক্রিয়াকরণের সময় মূলত শুরু হয় সম্পূর্ণ আবেদন পাওয়ার পর এবং শেষ হয় সিদ্ধান্ত নেবার পর। যথাযথ পদক্ষেপ অনুযায়ী আবেদন জমা না দিলে বা আবেদন সম্পূর্ণ না হলে বিলম্বিত হতে পারে বা ফিরে আসতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here