তামিলনাড়ুতে স্কুলেই গণধর্ষণের শিকার ছাত্রী, ৩ শিক্ষক গ্রেফতার

0

ভারতের তামিলনাড়ুতে এবার স্কুলেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। আর ঘটনায় অভিযুক্ত স্কুলেরই ৩ শিক্ষক! ইতিমধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে। ১৫ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন তারা। তামিলনাড়ুর এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

রাজ্যের কৃষ্ণগিরি জেলার এক স্কুলে ৩ জন শিক্ষক মিলে এক ছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, তাকে হুমকিও দেওয়া হয়েছিল যে, কাউকে কিছু বললে আরও ক্ষতি করা হবে! শিক্ষকদের যৌন লালসার শিকার হয়ে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল ওই ছাত্রী। সে প্রায় ১ মাস ধরে আর স্কুলেই যাচ্ছিল না। পরে স্কুলের প্রিন্সিপাল খোঁজ নেওয়ায় এবং পরিবারের লোকেদের প্রশ্নের চাপে বিষয়টি সবাইকে জানায় ভুক্তভোগী কিশোরী। 

ঘটনা সম্পর্কে জানার পর স্কুলের প্রিন্সিপালই প্রথমে পুলিশে খবর দেওয়ার কথা বলেন পরিবারকে। একই সঙ্গে বিষয়টি শিশু সুরক্ষা কমিশনেও জানাতে বলেন। এরপরই ওই তিন শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। তাদের কঠিন শাস্তির দাবি তুলে ইতিমধ্যে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিভাবকরা স্কুলের বাইরে গিয়েও বিক্ষোভ দেখান। 

পুলিশ জানতে পেরেছে, কয়েক মাস আগেই এই ঘটনা ঘটেছিল। কিন্তু বিগত কিছু সপ্তাহ ধরে কিশোরীর শরীর আরও খারাপ হয়। হয়তো মানসিক অবসাদ থেকেই তা হচ্ছিল। তাই স্কুলে যাওয়া পুরোপুরি বন্ধ করে দেয় সে। বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

সূত্র : দ্য ওয়াল ও টিভিনাইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here