বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ‘শেখবাড়ি’

0

পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার চাচার খুলনার বাড়ি ‘শেখবাড়ি’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। নিষিদ্ধ ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নগরীতে বিক্ষোভ মিছিল করে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাত ৯টার দিকে মিছিলটি নগরীর শেরে বাংলা রোডস্থ ‘শেখ বাড়ি’র সামনে পৌঁছায়। সেখানে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর করে। পরে বুলডোজার এনে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এটি শেখ মুজিবের চাচাতো ভাই শেখ আবু নাসেরের বাড়ি। এখানে শেখ হাসিনার চাচাতো ভাই বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বাবু এবং শেখ হাসিনার ভাইপো বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বসবাস করতেন।

অভিযোগ রয়েছে, খুলনার এই বাড়ি থেকে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আওয়ামী লীগের রাজনীতিসহ বিভিন্ন সরকারি টেন্ডার, সরকারি ও বেসরকারি সংস্থায় প্রভাব বিস্তার করে নিয়ন্ত্রণ করা হতো। গত বছরের ৪ ও ৫ আগস্ট এই বাড়িটি ভাঙচুর, অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ জনতা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here