জিডি করলেন হুমকি পাওয়া নারী ফুটবলার সুমাইয়া

0

ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নারী ফুটবল দলের সদস্য মাতসুশিমা সুমাইয়া। বুধবার দুপুরে রাজধানী মতিঝিল থানায় জিডি করেন তিনি।

জিডি করার সময় সুমাইয়ার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমী।

সাধারণ ডায়রি করা নিয়ে ডিএমপির মতিঝিল বিভাগের মতিঝিল জোনের সহকারি পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ ফারাবি গণমাধ্যমকে বলেন, ‘লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এর আগে, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হত্যা ও ধর্ষনের হুমকি পাওয়ার কথা উল্লেখ করে একটি পোস্ট শেয়ার করেন সুমাইয়া। তার পোস্ট দৃষ্টিগোচর হওয়া মাত্রই মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সুমাইয়াকে দেওয়া হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে বাফুফে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here