বিজিবির অভিযানে অবৈধ কাঠ ফেলে পালালেন পাচারকারীরা

0

অভিযান চালিয়ে অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটির লংগদু রাজনগর ৩৭ ব্যাটালিয়ন। উদ্ধারকৃত কাঠের মধ্যে সবগুলো গামারি, যার বর্তমান বাজার মূল্য ২ লাখ ১৩ হাজার টাকা। বুধবার সকালে লংগদু উপজেলার গভীর জঙ্গল থেকে এসব কাঠ জব্দ করা হয়।  

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটির লংগদু রাজনগর ৩৭ ব্যাটালিয়নের জোন কমান্ডার লে. কর্নেল মো. নাহিদ হাসান ও সহকারী পরিচালক মো. নাজমুল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল অভিযানে নামে। এসময় কাঠ পাচারকারীদের একটি চক্র অবৈধভাবে জঙ্গলে গামারি কাঠ কেটে জমা করছিল। বিজিবি তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে অবৈধ কাঠ পাচারকারী চক্রটি পালিয়ে যায়। পরে বিজিবি ওই বন থেকে প্রায় ১৪২ সিএফটি অবৈধ গামারি কাঠ জব্দ করে।  

রাঙামাটির লংগদু রাজনগর ৩৭ ব্যাটালিয়নের জোন কমান্ডার লে. কর্নেল মো. নাহিদ হাসান জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here