শুভ জন্মদিন ক্রিস্টিয়ানো রোনালদো

0

আজ (৫ ফেব্রুয়ারি) বিশ্ব ফুটবলের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মদিন। রোনালদোর আজ ৪০তম জন্মদিন। 

পাঁচবার ব্যালন ডি’অরজয়ী পর্তুগিজ কিংবদন্তি এখনো চুটিয়ে খেলে যাচ্ছেন। সৌদি প্রো লিগের দল আল নাসরের হয়ে নিয়মিত গোলও পাচ্ছেন। এই মৌসুমে ২৫ ম্যাচে পেয়েছেন ২৩ গোল। প্রো লিগে ১৭ ম্যাচে ১৫ গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষেও রোনালদো। 

ronalo
রিয়াল মাদ্রিদের জার্সিতে উয়েফা চ্যাম্পিয়নস ট্রফি হাতে রোনালদো। সংগৃহীত ছবি

ক্লাব ও জাতীয় দল নিয়ে ৯২৩ গোল করা রোনালদোর বয়স ৩০ পেরিয়েও ধার কমেনি। ৩০ পেরোনোর আগে করেছেন ৪৬৩ গোল। আর ৩০ পেরিয়ে এ পর্যন্ত করেছেন ৪৬০ গোল।

ক্রিস্টিয়ানো রোনালদো ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তুগালের মাদিরিয়াতে জন্মগ্রহণ করেন। মাত্র ৩ বছর বয়সে ফুটবলের সঙ্গে পরিচয় ঘটে তার। শৈশবে তার প্রিয় দল ছিল বেনফিকা, তবে পেশাদার ক্যারিয়ার শুরু করেন স্পোর্টিং ক্লাব থেকে। ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে ১২.২৪ মিলিয়ন পাউন্ডে সই করায়, যেখানে তিনি বড় পরিসরে পরিচিতি পান।

al nasser
আল নাসেরে সতীর্থদের সঙ্গে রোনালদোর গোল উদযাপন। সংগৃহীত ছবি

এরপর ২০০৯ সালে ৮০ মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদে যোগ দেন এবং সেখানে ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কাটান। রিয়াল ছাড়ার পর জুভেন্টাসে খেলার পর আবারো ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসেন। কিন্তু কোচের সঙ্গে বিরোধের কারণে আল নাসরে যোগ দেন। সৌদি ক্লাবটিতেও তার সফলতা অব্যাহত রয়েছে। ভক্ত-সমর্থকরা তাকে বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here