ইউক্রেনের অভ্যন্তরে কার্যক্রম চালাচ্ছে যুক্তরাজ্যসহ কয়েকটি পশ্চিমা দেশের সামরিক বাহিনীর বিশেষ ইউনিট। অনলাইনে ছড়িয়ে পড়া যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর গোপন নথিতে এমন তথ্য পাওয়া গেছে।
ইউক্রেনে পশ্চিমা এই বিশেষ বাহিনীগুলোর কর্মকাণ্ড পরিচালনা নিয়ে এক বছর ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। ফাঁস হওয়া নথি এখন বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার মাদ্রিদে এক যৌথ সংবাদ সম্মেলনে স্প্যানিস প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস বলেন, ‘ইউক্রেনে ন্যাটো জোটের সেনারা অবস্থান করছে এটা সম্পূর্ণ মিথ্যা।’
অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেন, ‘ইউক্রেনে ন্যাটো সৈন্য রয়েছে এটা সত্য নয়।’
নথি ফাঁসের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘অনেক তথ্য আছে যা সত্য নয়।’ তথ্য ফাঁস অভিযানের উপকারভোগী রাশিয়া, তার মিত্ররা অথবা রাশিয়ার প্রতি যারা সহানুভূতিশীল তারা, মন্তব্য করেন তিনি। রেজনিকভ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ইউক্রেনের যুক্তরাষ্ট্রের মিত্ররা নথি ফাঁসের ঘটনা ব্যর্থ করে দিবে।
অন্যদিকে স্প্যানিস প্রতিরক্ষামন্ত্রী বলেন, ন্যাটো জোটের সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের মিত্রদের বন্ধন শক্ত আছে। রাশিয়া এটা ভাঙতে পারবে না। সূত্র: সিএনএন