উন্নত গবেষণার লক্ষ্যে ফরিদপুরে পিকান প্রজেক্টের উদ্বোধন

0

স্বাস্থ্য গবেষণায় ৫টি ডিজিজের ওপর উন্নততর গবেষণার লক্ষ্যে ফরিদপুরে পিকান প্রজেক্টের উদ্বোধন করা হয়েছে।  

বুধবার সকাল ১১টায় ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর হেলথ রিসার্চ-এর সহযোগিতায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের সম্মেলন কক্ষে উদ্বোধনী সেমিনারের আয়োজন করা হয়।  

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি, জাতীয় অধ্যাপক প্রফেসর ডা. একে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।  

সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, লন্ডন ইউনিভার্সিটির প্রফেসর এডওয়ার্ড ফট্রেল, ডা. জোয়ানা মরিসন, ফরিদপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর এম এ সামাদ এবং সমাজকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম আলী আহসানও উপস্থিত ছিলেন।  

সভায় ফরিদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here