চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত কামিন্স

0

গোড়ালির চোটে প্যাট কামিন্সের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকার ব্যাপারটিই অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। কিন্তু গত ১৩ জানুয়ারি অধিনায়ককে দলে রেখেই দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। তবে, শেষ পর্যন্ত বোধ হয় খেলা হচ্ছে না অস্ট্রেলিয়া অধিনায়কের। চোট সমস্যা আছে আরেক পেসার জশ হ্যাজেলউডেরও। তাই পেস আক্রমণের দুই তারকাকে নিয়ে শঙ্কা থাকায় বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া।

গোড়ালির চোট থেকে এখনো সেরে ওঠেননি কামিন্স। তিনি বল করতে পারছেন না বলে জানিয়েছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। 

এসইএন ক্রিকেটকে ম্যাকডোনাল্ড বলেন, ‘কামিন্স বল করতে পারছে না। অর্থাৎ তার না খেলার সম্ভাবনাই বেশি।’

কামিন্স না খেললে অস্ট্রেলিয়া কার ওপর নেতৃত্বের ভার দেবে? স্টিভ স্মিথ সেই দায়িত্ব অনায়াসেই পালন করতে পারেন, অস্ট্রেলিয়ার ভাবনায় আছে ট্রাভি হেডও। 

ম্যাকডোনাল্ড বলেন, তাই (কামিন্স না খেললে) আমাদের নতুন অধিনায়ক ঠিক করতে হবে। দল ঘোষণার সময়ই আমরা স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের সঙ্গে কথা বলেছি। ওদের দু’জনের মধ্যে থেকেই কাউকে দেওয়া (অধিনায়কত্ব) হবে।

সম্প্রতি সন্তানের জনক হয়েছেন গোড়ালির চোটে ভুগতে থাকা কামিন্স। সেই কারণে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। ওই টেস্টে ইনিংস ও ২৪২ রানের বড় ব্যবধানে জিতেছে অজিরা। 

ম্যাকডোনাল্ড বলেন, স্টিভ শ্রীলঙ্কায় দারুণভাবে দলকে নেতৃত্ব দিয়েছে। ওয়ানডেতেও তার ভালো কাজ আছে। তাই এই দুজনই (স্মিথ ও হেড) আমাদের পছন্দ।

হ্যাজেলউডের সম্পর্কে কোচ বলেন, কামিন্স খুবই অনিশ্চিত। আমাদের জন্য লজ্জার ব্যাপার যে, হ্যাজেলউডও চোটের সঙ্গে লড়াই করছে। মেডিক্যাল রিপোর্ট কয়েকদিনের মধ্যেই হাতে পাব। এরপর বিস্তারিত জানা যাবে।

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ‘বি’ গ্রুপে থাকা অস্ট্রেলিয়ার লড়াই শুরু হবে ২২ ফেব্রুয়ারি, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। তাদের অপর দুই গ্রুপসঙ্গী আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here