মালয়েশিয়ায় স্থায়ী কনস্যুলার অফিস স্থাপনের দাবি

0

মালয়েশিয়া বাংলাদেশি অধ্যুষিত এলাকায় হাইকমিশনের স্থায়ী কনস্যুলার অফিস স্থাপনের দাবি জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মো. শামীম আহসানের সঙ্গে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতকালে এই দাবি জানান। পরে হাইকমিশনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ আরও দ্রুত ও সহজতর সেবা প্রদানের লক্ষ্যে মালয়েশিয়ার জহুরবারু পেনাংসহ বাংলাদেশি অধ্যুষিত প্রদেশগুলোতে হাইকমিশনের স্থায়ী কনস্যুলার অফিস স্থাপন করতে হাইমিশনের মাধ্যমে বর্তমান সরকারের নিকট জোর দাবী জানান। 

একই সঙ্গে তারা মালয়েশিয়া কতৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রবাসীদের দীর্ঘ দিনের দাবী মাল্টিপল ভিসা বিষয়ে সুরহাসহ পাসপোর্ট জটিলতার দ্রুত সমাধান কল্পে হাইকমিশনের সেবা আরও সহজতর করার জন্য অনুরোধ জানান এবং প্রবাসীদের কথাগুলো নিষ্ঠার সাথে মিডিয়ায় তুলে ধরাসহ প্রবাসীদের যৌক্তিক দাবিগুলোর পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় হাইকমিশনার সাংবাদিক নেতৃবৃন্দের কথা গুলো মনোযোগ দিয়ে শুনেন এবং তাদের দাবিগুলো সরকারের উচ্চপর্যায়ে জানাবেন বলে আশ্বস্ত করেন।

এসময় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া নব-নির্বাচিত কমিটির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, যুগ্ন-সাধারণ সম্পাদক সাঈদ হক, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি, প্রচার সম্পাদক শাহাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য এম. ফরহাদ হোসেনসহ মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here