দিল্লি জয়ের লড়াইয়ে ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৭০ আসনবিশিষ্ট বিধানসভার ভোট একই দিনে হচ্ছে।
দিল্লির বিধানসভায় একাধিক দল প্রতিদ্বন্দ্বিতা করলেও আলোচনায় তিন দল। মূলত প্রতিটি আসনে মুখোমুখি লড়ছে আম আদমি পার্টি (আপ), ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস। তবে ভোটের মাঠে আম আদমি পার্টি ও বিজেপির মধ্যেই মূল লড়াই হচ্ছে।
এক বিশ্লেষণ বলছে, এবারও একক বৃহত্তম দল হিসেবে আপ আবির্ভূত হতে পারে। তার পরে বিজেপি এবং কংগ্রেস ভোট পাবে। এ পূর্বাভাস ভুল প্রমাণে কংগ্রেস এবং বিজেপি উভয়ই নির্বাচনে জয়ের জন্য আরও দৃঢ় সংকল্প দেখাচ্ছে।
গত দুইবার নির্বাচনে আম আদমি পার্টি ব্যাপক জয় পেয়েছে। ২০২০ সালের ভোটে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। বিজেপি জিতেছিল ৮টিতে। ১৫ বছর দিল্লির মসনদে থাকার পরও একটি আসনও জিততে পারেনি কংগ্রেস।
অবশ্য এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর কেজরিওয়ালের দল নাস্তানাবুদ। এ সুযোগ কাজে লাগাতে চাইছে বিজেপি।
অপরদিকে, কংগ্রেস মুসলিম ও দলিতদের টার্গেট করছে। সংসদ নির্বাচনেও দলটি তাদের সমর্থন পেয়েছিল। কংগ্রেস চাইছে, সেই সমর্থন কাজে লাগিয়ে দিল্লিতে তাদের ক্ষমতা পুনরুদ্ধার করা।