হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করা যাবে সহজেই

0

হোয়াটসঅ্যাপ বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার যুক্ত করছে সাইটটি। প্রতি মিনিটে কয়েকশ কোটি বার্তা আদান প্রদান হয় হোয়াটসঅ্যাপে।

তবে এত সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে। যেমন সাধারণ কল রেকর্ড করা যায়। ফলে ব্যস্ত সময়ে কেউ যদি ফোনে কোনও গুরুত্বপূর্ণ তথ্য দেন, তা নোট করতে না পারলেও সমস্যা নেই। কারণ রেকর্ডেড কলটি শুনে নিলেই পরে তা আবার শুনে নেওয়া যাবে। কিন্তু হোয়াটসঅ্যাপ কল তো সরাসরি রেকর্ড করার কোনো সুযোগ নেই। আর এখানেই বাঁধে গোল। তবে সমস্যা যেমন আছে, তেমনই রয়েছে সমাধানের উপায়ও।

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার খুব সহজ একটি উপায় আছে। চলুন জেনে নেওয়া যাক-

প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। কাউকে কল বা ভিডিও কল করুন। এবার ফোনের কুইক সেটিং বা কন্ট্রোল সেন্টারে যান। সেখানেই পাবেন স্ক্রিন রেকর্ডিং বাটন। অন করলেই শুরু হয়ে যাবে রেকর্ডিং। ফোন শেষ হলেই বন্ধ হবে রেকর্ডিং। এবার রেকর্ডিংটি সেভ করে নিলেই গ্যালারিতে তা মিলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here