বরিশালে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

0

বরিশালের মুলাদী উপজেলার নয়াভাঙনী নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় কাজিরচর ইউনিয়নের বড়ইয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মুলাদী থানার ওসি জহিরুল আলম জানিয়েছেন।

উদ্ধার হওয়া লাশটি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিপ্লব সিকদারের (৩৫)। তিনি ওই উপজেলার পশ্চিম রতনপুরের আলাউদ্দিন সিকদারের ছেলে।

মুলাদী থানার ওসি জহিরুল আলম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কৃষকরা নয়াভাঙনী নদীর পূর্বপাড়ে বড়ইয়া এলাকায় যুবকের লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি জানান, যুবকের পরনে জিন্স প্যান্ট ও কালো রঙের শার্ট ছিল। এছাড়াও প্যান্টের পকেটে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও সাড়ে ৬ হাজার টাকা ভর্তি মানিব্যাগ পাওয়া গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

মোবাইলের সেটে থাকা সিম খুলে তার এক ভাইয়ের সাথে কথা বলে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি সঠিকভাবে কিছু বলতে পারেননি। তবে তিন-চারদিন ধরে তাকে দেখেননি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক ট্রলার থেকে পড়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন। তবে ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে। অভিযোগ দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here