রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সম্পত্তির লোভে দাদিকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি জিয়াউর রহমান জিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ এপ্রিল) ঢাকার মোহাম্মাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জিয়াউর রহমান রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে।
তিনি আরও জানান, গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মোহাম্মাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতেই তাকে ঢাকা থেকে গঙ্গাচড়া মডেল থানায় নিয়ে আসা হয়। বুধবার (১২ এপ্রিল) জিয়াউরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।