লেগানেসের বিপক্ষে খেলবেন না এমবাপে ও বেলিংহ্যাম

0

আগামীকাল বুধবার রাতে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে লেগানেসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

আসন্ন অ্যাতলেতিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুটি ম্যাচকে সামনে রেখে দলকে চাঙা রাখতেই কিছু পরিবর্তন আনার ইঙ্গিত দেন তিনি।

চোটের কারণে আগে থেকে বাইরে আছেন ডিফেন্ডার এদের মিলিতাও, দানি কারভাহাল ও মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। সবশেষ গত শনিবার লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন ডিফেন্ডার আন্টোনিও রুডিগার। মঙ্গলবার আরেক ডিফেন্ডার ডাভিড আলাবার বাঁ পায়ে চোটের কথা জানায় রিয়াল। ১৩ মাস বাইরে থাকার পর গত মাসে মাঠে ফিরেছিলেন তিনি।

আগামী শনিবার লা লিগার শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। তাই এই ম্যাচের আগে এমবাপে ও বেলিংহ্যামকে নিয়ে ঝুঁকি নিতে চান না আনচেলত্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here