ফেনীর পরশুরামে ৩২ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে এসব ভারতীয় অবৈধ বস্ত্র জব্দ করা হয়।
জানা যায়, ফেনী ব্যাটালিয়ন (৪-বিজিবি) এর অধীনস্থ পরশুরাম উপজেলা গুথুমা বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. আমিনুর রহমানের নেতৃত্বে মেইন পিলার ২১৬৪/৪ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৌর এলাকার বাঁশপদুয়া থেকে ভারতীয় শাড়ি ৭০ পিস, থ্রি-পিস ৫১৭ পিস, লেহেঙ্গা ৯ পিস, থান কাপড় ১০৮ মিটার জব্দ করা হয়। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায়।
কমান্ডার জেসিও সুবেদার মো. আমিনুর রহমান বলেন, বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ভারতীয় কাপড় জব্দ করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় শাড়ি-কাপড়ের বর্তমান বাজার মূল্য ৩২ লাখ ২ হাজার টাকা।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম সত্যতা নিশ্চিত করে জানান, এই ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।