আইসিসিবিতে শুরু হচ্ছে ইন্টেরিয়র-ফার্নিচার টেকনোলজি প্রদর্শনী

0

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইন্টেরিয়র ও ফার্নিচার টেকনোলজি প্রদর্শনী। ইন্টেরিয়র উপকরণ ও টেকনোলজি, ফার্নিচার সরঞ্জাম ও মেশিনারিজ নিয়ে ৯টি দেশের ৩০টি প্রতিষ্ঠান ৮০টি স্টল নিয়ে অংশগ্রহণ করছে। প্রদর্শনীটি ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত আইসিসিবির ৩ নম্বর (রাজদর্শন) হলে অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আয়োজক প্রতিষ্ঠান এফ টাচ ইভেন্টস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, কিচেন সলিউশন, ইন্টেরিয়র, সিরামিক, লাইটিং, ফার্নিচার, হোম অটোমেশন ও অন্যান্য লাইফস্টাইল পণ্য নিয়ে ইন্টেক এক্সপো আয়োজন করা হচ্ছে। অপরদিকে, ফার্নিচার সরঞ্জাম, পাওয়ার টুলস, ফার্নিচার মেশিনারিজ ও টেকনোলজি নিয়ে ফার্নিটেক এক্সপো আয়োজন করেছে, যার পৃষ্ঠপোষকতায় রয়েছে উডটেক সলিউশন এবং মেটালটেক সলিউশন।

আয়োজকরা জানান, প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি অধ্যাপক ড. আবু সাঈদ এম আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি ড. এম মাসুদ উর রশিদ এবং বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন চেয়ারম্যান সেলিম এইচ রহমান।

আয়োজকরা বলেন, ৩০টিরও বেশি প্রতিষ্ঠান অন্তত ৫০টি দেশি-বিদেশি ব্র্যান্ডের কিচেন সলিউশন, আধুনিক গৃহসজ্জা পণ্য, ফার্নিচার, সিরামিক, ফিটিংস, লাইটিং প্রযুক্তি ইত্যাদি ইন্টেরিয়র ডিজাইনার, আর্কিটেক্ট ও সাধারণ মানুষের দোরগোড়ায় একই ছাদের নিচে প্রদর্শন করবেন। পাশাপাশি ফার্নিচার শিল্প ও কাঠের দরজা নিয়ে যারা কাজ করেন তাদের জন্যও থাকবে ফার্নিচার তৈরির বিভিন্ন সরঞ্জাম, টুলস ও মেশিনারিজের সমাহার। বাংলাদেশসহ ৯টি দেশ থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো কিচেন সলিউশন, বাসা ও অফিস ফার্নিচার, বোর্ড, দরজা, সিরামিক, বাথরুম ফিটিংস, স্যানিটারি ও কিচেন ওয়ার, ডেকোরেটিভ ও ইন্ডাস্ট্রিয়াল লাইট, ইন্টেরিয়র ডিজাইন সেবা ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করছে।

সংবাদ সম্মেলনে উড টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নইমুল হোসেন খান বলেন, ফার্নিটেক এক্সপো ২০২৫ উডওয়ার্কিং ও ফার্নিচার সেক্টরের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। এবারই প্রথম উদ্যোক্তা, ফার্নিচার প্রস্তুতকারী, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার ও পেশাজীবী, ছাত্র-ছাত্রী এবং এই খাতের অভিজ্ঞদের মিলন মেলায় পরিণত হতে যাচ্ছে এই ফেয়ারটি।

তিনি আরও বলেন, যারা কিচেন সলিউশন, গৃহসজ্জা পণ্য, সিরামিক, লাইটিং, ফার্নিচার ও অন্যান্য লাইফস্টাইল পণ্য সম্পর্কে ধারণা নিতে চান এবং ফার্নিচার ও কাঠের দরজা শিল্পের সঙ্গে জড়িত কিংবা জড়িত হতে চান তারা এ প্রদর্শনী থেকে অবশ্যই উপকৃত হবেন।

উডটেক সলিউশন লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার আহসান শামীম বলেন, মেলায় তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে ফার্নিচার মেশিনারিজ পরিচালনায় পারদর্শী ও সিএনসি ডিজাইনারদের জন্য ইউরোপে কর্মসংস্থানের সুযোগ রাখা হয়েছে।

এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক মো. সোহেল রানা বলেন, ইন্টেরিয়র এক্সটেরিয়র পেশাজীবী, আর্কিটেক্ট এবং সৌখিন গৃহসজ্জাকারীরা এ মেলায় এসে প্রয়োজনীয় পণ্যের প্রদর্শনী দেখে উপকৃত হবেন। এছাড়াও সাধারণ ব্যবহারকারীরা নতুন নতুন গৃহসজ্জা পণ্যের সঙ্গে পরিচিত হতে পারবেন এবং গৃহ ও অফিস-সজ্জার আসবাবপত্র ক্রয় করতে পারবেন।

আয়োজকদের পক্ষ থেকে এফ টাচ ইভেন্টস লিমিটেডের অপর পরিচালক শেখ ফিরোজ আহমেদ বলেন, এই মেলায় ইন্টেরিয়র টেকনোলজি, উড মেশিনারিজ ও মেটাল মেশিনারিজের কিছু নতুন পণ্য উদ্বোধন হতে যাচ্ছে, যা দেশের আধুনিক ফার্নিচার তৈরি শিল্পে বিশেষ অবাদান রাখবে। এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় ও বিভিন্ন অফার। প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here