কক্সবাজারের টেকনাফ পৌরসভার খানকার ডেইল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৯৫ হাজার ইয়াবা, ৮৬ হাজার জাল টাকা ও ইয়াবা বিক্রয়ের ৩ লাখ ৮৪ হাজার টাকাসহ ইয়াবা সম্রাজ্ঞী ফাতেমা ও তার এক সহযোগীকে আটক করেছে র্যাব।
কক্সবাজার র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ থানাধীন টেকনাফ পৌর এলাকার খানকার ডেইল এলাকায় অবস্থিত বসতবাড়িতে অভিযান চালিয়ে কক্সবাজারের ইয়াবা সম্রাজ্ঞী নামে পরিচিত ও দেশব্যাপী ইয়াবা সরবরাহকারী রোহিঙ্গা তরুণী কানিজ ফাতেমাকে (৩১) আটক করা হয়। এ সময় তার অন্যতম সহযোগী এবং সম্পর্কে তার দেবর নাছির উদ্দিন পিন্টু (২৯) র্যাব কর্তৃক ধৃত হলেও পালিয়ে যায় অপর তিন সহযোগী জয়নাল আবেদীন (৩৭), আব্দুল আজিজ (৩১) ও মোহাম্মদ আয়াছ (২৫)।
র্যাব কর্মকর্তা জানান, আটক ও পলাতক ৫ আসামির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ২০১৮ সনের মাদকদ্রব্য আইনের ৩৬(১) এর সারণির ১০(গ) ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ক) ধারায় মামলা দায়েরপূর্বক পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।