জুলাই বিপ্লবে নিহত মাগুরার ১০ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ছাড়া জুলাই বিপ্লবের প্রেক্ষাপট, ফ্যাসিবাদবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এ আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
কলেজের সম্মেলন কক্ষে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক ও তারুণ্যের উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মিহির কান্তি প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জামান, অফিসার্স কাউন্সিল সম্পাদক প্রফেসর বিকাশ রায়।
এ সময় বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক টিপু সুলতান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব জুলফিকার আলী। আলোচনার আগে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আলোচনা সভায় বক্তারা পরিবারের সকল সদস্যদের বিপদে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, জুলাই আগস্টের আন্দোলনে মাগুরার মোট ১০ জন নিহত হন। যার মধ্যে মাগুরাতে আগস্টের ৪ তারিখে চারজন ও ঢাকার বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে ছয়জন মৃত্যুবরণ করেন।