মাত্র এক ঘণ্টায় শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট?

0

ক্রিকেটের বাইশ গজে ভারত-পাকিস্তান মানেই বাড়তি উত্তেজনা। দুবাইয়ের মাটিতে ফের একবার মুখোমুখি এই দুই দল। আর সেই ম্যাচের টিকিটের চাহিদা থাকবে এটাই স্বাভাবিক। ব্যাট-বলের এ যুদ্ধ সশরীরে দেখতে মুখিয়ে প্রবাসী সমর্থকরাও। যার ফলে বিক্রি শুরুর মাত্র এক ঘণ্টার মাথায় শেষ জমজমাট এই ম্যাচের টিকিট। কিছু টিকিটের দাম ছাড়িয়েছে লাখ টাকা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, চ্যাম্পিয়নস ট্রফিতে একই গ্রুপে ভারত ও পাকিস্তান। গতকাল থেকে সেই ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু করে আইসিসি। প্রথম ঘণ্টাতেই ফুরিয়ে যায় সব টিকিট। অন্তত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী অনলাইনে ভিড় জমান টিকিট কেনার জন্য। তবে তাদের বেশিরভাগকেই দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও হতাশ হতে হয়েছে।

পাকিস্তানের করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে যে ম্যাচগুলো হবে তার টিকিট বিক্রি আগেই শুরু হয়ে গেছে। অনলাইনে টিকিট যেমন কাটা যাবে তেমনই আবার পাকিস্তানে অফ লাইনে টিকিটও পাওয়া যাবে। পাকিস্তানের ১০৮ কেন্দ্রে টিকিট পাওয়া যাচ্ছে। তবে ক্রিকেটভক্তদের মূল নজর ভারত-পাকিস্তান মহারণে।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। অন্যদিকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হোক বা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, উভয় ক্ষেত্রেই জিতেছেন রোহিতরা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here