বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১ হাজার ৭’শ মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজে এই চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করে চিকিৎসা সেবা কেন্দ্র, রামচন্দ্রপুরহাট, চাঁপাইনবাবগঞ্জ নামে একটি সংগঠন। এটি তাদের ১৩তম আয়োজন।
বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউটের প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ইনচার্জ আবু তোয়াব জানান, আজ রোগীদের চক্ষু পরীক্ষা করে ছানি, নালী ও মাংস সমস্যার দুইশ রোগী বাঁছায়ের পর ঢাকায় নিয়ে বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউটে অপারেশন করা হবে এবং চিকিৎসাসহ যাতায়াতের সকল খরচ বহন করবে বসুন্ধরা গ্রুপ।
এর আগে কলেজ হলরুমে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক নকিব হোসেন তরফদার।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, রানীহাটি ইউপি চেয়ারম্যান রহমত আলী, অধ্যক্ষ মো. রাফিউজ্জামান, চিকিৎসা সেবা কেন্দ্রের সভাপতি ডা. আনোয়ার জাহিদ রুবেন, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সহ-সম্পাদক জহিরুল ইসলাম মাখন প্রমুখ।
বসুন্ধরা গ্রুপের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাফিউজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাৎ তাছমিনা খাতুন, ইউপি চেয়ারম্যান রহমত আলীসহ স্থানীয় সুধীজনরা।
এদিকে চিকিৎসা নিতে আসা ৮৫ বছর বয়সী রুমালী বেওয়া বলেন, বসুন্ধরা আই হসপিটালে চোখের ভালো চিকিৎসা হয় শুনে নিজের চোখের চিকিৎসা করাতে এসেছেন।
আব্দুস সামাদ নামে অন্য এক রোগী জানান, গতবছর বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট থেকে তার স্ত্রীর এক চোখ অপারেশন করিয়েছেন। এবার এসেছেন স্ত্রীর অন্য চোখ অপারেশনের জন্য। বিনা খরচে ঢাকায় যাতায়াত, থাকা খাওয়াসহ অপারেশনের ব্যবস্থা করায় তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এর মঙ্গল কামনা করে বলেন, গরীব মানুষের জন্য এই আয়োজন যেন বসুন্ধরা গ্রুপ প্রতিবছরই করে। কারণ এতে করে অনেক অসহায় মানুষ তাদের অমূল্য চোখ ফিরে পাচ্ছেন, দেখছেন পৃথিবীর আলো।