যেসব কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

0

তাৎক্ষণিক বার্তা, ছবি আদান-প্রদানের পাশাপাশি অডিও-ভিডিও কলের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজেও হোয়াটসঅ্যাপের ওপর নির্ভরশীল। তবে নিয়ম মেনে না চললে যেকোনো সময় অ্যাকাউন্ট বন্ধ করে দেয় প্ল্যাটফর্মটি। 

সম্প্রতি প্রকাশিত এক মাসিক প্রতিবেদনে বলা হয়, মেটা বিপুলসংখ্যক ভারতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। প্রয়োজন পড়লে ভবিষ্যতেও আরো অ্যাকাউন্ট বন্ধ করার ইঙ্গিত দেওয়া হয়েছে। 

অনেকেই জানতে চাইতে পারেন, কেন অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেয়। এক্ষেত্রে চাইলে Acceptable Use of Our Services প্রবেশ করে হোয়াটসঅ্যাপ ব্যবহারের যাবতীয় শর্তাবলী দেখে নিতে পারেন।

মোটকথা ব্যবহারকারীর কার্যকলাপ যদি অন্যদের অসুবিধা সৃষ্টি করে বা ভয়েরও কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেই অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন করে।

এই কার্যকলাপের মধ্যে এক দিকে যেমন রয়েছে সন্ত্রাসবাদ, নগ্নতা, প্ররোচণামূলক মন্তব্য, তেমনই অন্য দিকে রয়েছে স্প্যাম, স্ক্যামের মতো মেসেজও। আবার, আনঅফিসিয়াল অ্যাকাউন্ট ব্যবহার করলেও তা বন্ধ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here