কক্সবাজারে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের গুরুত্ব নিয়ে মতবিনিময়

0

তারুণ্যের ভাবনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের গুরুত্ব বিষয়ে কক্সবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ সাঈদ হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহ্উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন টিটু চন্দ্র সেন।

সভায় তারুণ্যের ভাবনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের গুরুত্বের উপর গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ করা হয়। 
সভাটি আয়োজন করেছেন পিআইডি আঞ্চলিক অফিস চট্টগ্রাম। এ সময় চট্টগ্রাম পিআইডি আঞ্চলিক অফিসের বিভিন্ন পদের কর্মকর্তা, জেলার সাংবাদিককরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here