ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারকে একটি নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
আগামীকাল বুধবার ফেনীর সোনাগাজী সাবের পাইলট হাইস্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে চাবি হস্তান্তর করা হবে। ‘আমরা বিএনপি পরিবার’র প্রতিনিধি দলটি তারেক রহমানের পক্ষে শহিদ মাসুদের পরিবারের কাছে বাড়ির চাবি হস্তান্তর করবেন।
এদিকে উপহারের বাড়ি পাওয়ার খবরে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাসুদের স্ত্রী আয়েশা আক্তার।