সীমান্তে নিরাপত্তা জোরদারের শর্তে মেক্সিকোর ওপর শুল্ক স্থগিত

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর ওপর আরোপিত শুল্ক এক মাসের জন্য স্থগিত করেছেন। সোমবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম এক্স (পূর্বের টুইটার) প্ল্যাটফর্মে এই তথ্য জানান। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ক্লাউডিয়া শেইনবাম জানান, ট্রাম্পের সঙ্গে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে। আলোচনার পরই ট্রাম্প শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এর সঙ্গে একটি শর্তও জুড়ে দিয়েছেন ট্রাম্প। মেক্সিকোকে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে যেন অবৈধ মাদক, বিশেষত ফেনটানেল, যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে।

ট্রাম্পের শর্ত মেনে মেক্সিকো তাৎক্ষণিকভাবে সীমান্তে ন্যাশনাল গার্ডের ১০ হাজার সেনা মোতায়েন করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট শেইনবাম। এ সেনারা বিশেষভাবে নজর রাখবেন মাদক চোরাচালানের ওপর।  

অন্যদিকে, ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্টকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে অবৈধ অস্ত্র প্রবেশ বন্ধে তিনি ব্যবস্থা নেবেন।  

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শুল্ক স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী কয়েকদিনের মধ্যে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা মেক্সিকোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন। এ আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি করা হবে।

এছাড়া কানাডার ওপর আরোপিত শুল্ক নিয়েও ট্রাম্প আলোচনা করেছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে রোববার কথা বলার পর ট্রাম্প জানিয়েছেন, তিনি তাদের বিষয়েও আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং আজ আবার ট্রুডোর সঙ্গে কথা বলবেন।  

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here