যুক্তরাষ্ট্রে সরস্বতী পূজা উদযাপিত

0

পূজার্চনা, অঞ্জলি, হাতেখড়ি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যদিয়ে বিপুল উৎসাহে নিউইয়র্কসহ সমগ্র আমেরিকায় সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। নিউইয়র্ক এবং নিউজার্সির বিভিন্ন স্থানে ২৬টিরও অধিক পূজামন্ডপে এ উপলক্ষে শিশু-কিশোর-তরুণ-তরুণীর বিপুল সমাগম ঘটেছিল। 

ছাত্র-ছাত্রীরা নিজ গৃহে দেবী বীনাপানির আরাধনা করেন। সেই সাথে ধর্মপ্রাণ হিন্দু পরিবারের ছেলে মেয়েদের হাতেখড়িসহ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। আবহাওয়া দুর্যোগপূর্ণ হলেও নিউইয়র্কে বাংলাদেশ পূজা সমিতি, নিউইয়র্ক বাংলাদেশ বেদান্ত সোসাইটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ওঁমশক্তি মন্দির, বাংলাদেশ হিন্দু মন্দির, শ্রীকৃষ্ণ ভক্তসংঘ, সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন ইনক, বীনাপানি সংঘ, আমেরিকান বাঙ্গালী হিন্দু ফাউন্ডেশন, দেবালয় মন্দির, সনাতনী গীতা সোসাইটি, রাধামাধব মন্দির, গৌরনিতাই মন্দির, মতুয়া মিশন মন্দির ও উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সমিতি এবং ব্রঙ্কস পূজা কমিটি এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছিল। অনেক উপাসনালয়ে শিশু-কিশোরদের আয়োজিত ভক্তিমূলক গান, শ্লোক, কবিতা আবৃত্তি, নৃত্য মহাসমারোহে অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here