রানি মুখার্জি, ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক উল্লেখযোগ্য সিনেমা করেছেন তিনি। তবে, একটা সময় ছিল যখন টানা আট মাস কোনো সিনেমা করছিলেন না রানি। রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন তার পরিবারের লোকজন। এমনই সময় যশ চোপড়া একটি সিনেমার প্রস্তাব নিয়ে হাজির হন রানির কাছে। তখন এমন কী হলো, যে রানির মা-বাবাকে ঘরে বন্ধ করে ব্ল্যাকমেইল করতে বাধ্য হলেন যশ চোপড়া?
এক সাক্ষাৎকারে নিজেই সেই খবর সামনে এনেছিলেন রানি। জানিয়েছিলেন, যশ চোপড়া তখন রানিকে নিয়ে এক তামিল সিনেমার রিমেক করতে চাইছিলেন। সিনেমার নাম সাথিয়া। সেই সিনেমা করবেন না বলে জানিয়েছিলেন রানি।
তিনি জানিয়েছিলেন, সেই সময় একটি কাজও তিনি করছিলেন না। বাড়িতে বসে গিয়েছিলেন, মুঝসে দোস্তি কারগি সিনেমা করার পর। অনেক সিনেমার প্রস্তাব আসছিল তার কাছে। কিন্তু প্রতিটি সিনেমার প্রস্তাব তিনি ফিরিয়ে দিচ্ছিলেন।
তখন বাড়িতে বসে বিভিন্ন খবর পড়তেন। নানা বিষয় নজর রাখতেন। দেখতেন, কোথায় কে তার নামে কী লিখছে। অনেকেই বলতেন রানির ক্যারিয়ার শেষ হয়ে গেছে। যদিও তাতে তার খুব একটা সমস্যা হত না। তবে, তার পরিবার তাকে নিয়ে বেজায় চিন্তায় পড়ে যায়। পরিবারের লোকজন ভাবতে শুরু করে, মেয়ের মাথাটা খারাপ হয়ে গেছে, একের পর এক সিনেমা ছাড়ছে। সাথিয়া যে রানি করবে না বলে স্থির করেছেন, সেই খবরও তার মা-বাবা যশ চোপড়াকে জানান। তারপরই ব্ল্যাকমেইল করেন যশ। রানির মা-বাবাকে অফিস ঘরে তালা বন্ধ করে রেখে রানিকে ফোন করে বলেন, যদি তুমি রাজি না হও, তবে তাদের ছাড়া হবে না। তারপরই সিনেমা করতে রাজি হয়ে যান রানি।