মোদিকে নিশানা করলেন রাহুল গান্ধী

0

ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তোপ দাগেন নরেন্দ্র মোদির বিরুদ্ধে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে শুরু করে দেশের কর্মসংস্থান- একাধিক বিষয় নিয়েই রাহুল গান্ধী নিশানা করেন মোদিকে।

রাহুল গান্ধীর একাধিক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপির সাংসদরা। পাল্টা রাহুল গান্ধী মোদির উদ্দেশ্যে বলেন, ‘আমাদের দেশে যদি উৎপাদন সঠিকভাবে হত, প্রযুক্তি নিয়ে ভাল করে কাজ করা হত তাহলে আমেরিকায় বিদেশমন্ত্রীকে তিন-চারবার পাঠাতে হত না। উল্টো মার্কিন প্রেসিডেন্ট আমাদের দেশে আসতেন আর প্রধানমন্ত্রীকে নিজেই আমন্ত্রণ জানিয়ে যেতেন’। 

তিনি মোদির উদ্দেশ্যে আরও বলেন, ‘আমি দুঃখিত এই কথা বলে আপনার মনের শান্তি নষ্ট করার জন্য।’ 

লোকসভায় মোদির উপস্থিত। সেই সময়ই রাহুল গান্ধী বলেন, ডোনাল্ড ট্রাম্পে শপথ গ্রহণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠান হয়েছিল। লক্ষ্য ছিল একটাই মোদির জন্য একটি মার্কিন আমন্ত্রণ নিশ্চিত করা। রাহুল গান্ধীর এই মন্তব্যের পরই সংসদীয় বিষয়কমন্ত্রী কিরেন রিজিজুর নেতৃত্বে তীব্র প্রতিবাদ জানান হয়। তিনি বলেছেন, দেশের বিদেশ নীতির সঙ্গে যুক্ত এজাতীয় অপ্রমাণিত বিবৃতি কোনও দায়িত্ববান সাংসদ দিতে পারেন না।

রাহুল গান্ধী এদিন ছিলেন নিজের ছন্দে। বিজেপির প্রতিবাদ তাঁকে দমাতে পারেনি। রাষ্ট্রপতির ভাষণেরও তীব্র সমালোচনা করেন রাহুল দান্ধী। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণ গতবার আর তার আগেরবার তিনি মন দিয়ে শুনেছিলেন। তারপরই তিনি বলেন, ‘রাষ্ট্রপতির ভাষণ সরকারের একটি লন্ড্রির তালিকা ছিল যা যা সরকার করেছে।’ তিনি আরও বলেন, দেশের বেকার সমস্যা মোকাবিলা করতে ব্যর্থ মোদি সরকার। তিনি বলেন, কর্মসংস্থান নিয়ে মোদি সরকার দেশের বেকার তরুণ-তরুণীদের স্পষ্ট উত্তর দিতে পারছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here